Muchhe Jaoa Dinguli

মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে
স্মৃতি যেন আমার এ হৃদয়ে বেদনার রঙে রঙে ছবি আঁকে
মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে
স্মৃতি যেন আমার এ হৃদয়ে বেদনার রঙে রঙে ছবি আঁকে

মনে পড়ে যায়, মনে পড়ে যায়
মনে পড়ে যায় সেই প্রথম দেখার স্মৃতি
মনে পড়ে যায় সেই হৃদয় দেওয়ার তিথি
দু'জনার দু'টি পথ মিশে গেল এক হয়ে নতুন পথের বাঁকে

মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে
স্মৃতি যেন আমার এ হৃদয়ে বেদনার রঙে রঙে ছবি আঁকে

সে এক নতুন দেশে দিনগুলি ছিল যে মুখর কত রঙে
সেই সুর কাঁদে আজি আমার প্রাণে
ভেঙ্গে গেছে হায়, ভেঙ্গে গেছে হায়
ভেঙ্গে গেছে আজ সেই মধুর মিলন মেলা
ভেঙ্গে গেছে আজ সেই হাসি আর রঙের খেলা
কোথায় কখন কবে কোন তারা ঝরে গেল
আকাশ কি মনে রাখে?

মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে
স্মৃতি যেন আমার এ হৃদয়ে বেদনার রঙে রঙে ছবি আঁকে
মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে
স্মৃতি যেন আমার এ হৃদয়ে বেদনার রঙে রঙে ছবি আঁকে



Credits
Writer(s): Madhu Mukherjee, Hemant Kumar Mukherjee, Gouri Prasanna Majumdar
Lyrics powered by www.musixmatch.com

Link