Ei Prem Je Sha Wargo Shudha

এই প্রেম যে স্বর্গ সুধা
মেটায় প্রাণেরই ক্ষুধা
এই প্রেম যে স্বর্গ সুধা
মেটায় প্রাণেরই ক্ষুধা
মেটায় প্রাণেরই ক্ষুধা
প্রতিদিনই ভালবাসা চাই বন্ধু
কিছুতে যে এতো সুখ নাই বন্ধু
প্রতিদিনই ভালবাসা চাই বন্ধু
কিছুতে যে এতো সুখ নাই বন্ধু
এই প্রেম যে স্বর্গ সুধা
মেটায় প্রাণেরই ক্ষুধা
মেটায় প্রাণেরই ক্ষুধা
প্রতিদিনই ভালবাসা চাই বন্ধু
কিছুতে যে এতো সুখ নাই বন্ধু
প্রতিদিনই ভালবাসা চাই বন্ধু
কিছুতে যে এতো সুখ নাই বন্ধু

প্রেমিক কে যে বন্দী করে
নেইতো কোথাও সেই জেলখানা
প্রেমিক কে যে বন্দী করে
নেইতো কোথাও সেই জেলখানা
প্রেমের পথে যে নামে গো
হারায় সে অন্য ঠিকানা
প্রেমের পথে যে নামে গো
হারায় সে অন্য ঠিকানা
কে বেঁধে রাখে পাগল হাওয়াকে
কে থামাতে পারে বৃষ্টিধারা কে
খাঁচা ভেঙে আমি যাব যে ওড়ে
ক্ষতি কি যদি গো, হারায় বন্ধু
প্রতিদিনই ভালবাসা চাই বন্ধু
কিছুতে যে এত সুখ নাই বন্ধু
প্রতিদিনই ভালবাসা চাই বন্ধু
কিছুতে যে এত সুখ নাই বন্ধু

লাইলা আমি নই মজনু আমি নই
শাসন-বারন যে মানবো আমি
লাইলা আমি নই মজনু আমি নই
শাসন-বারণ যে মানবো আমি
যতই লোকে হোক না বিরোধী
তোমার কাছে থাকবো আমি
যতই লোকে হোক না বিরোধী
তোমার কাছে থাকবো আমি
ভালোবেসেছি বাসবো গো ভালো
সেইতো আমারি জীবনের আলো
অমর প্রেম মাধুরী দিয়ে
পৃথিবীকে সাজাতে চাই বন্ধু
প্রতিদিনই ভালবাসা চাই বন্ধু
কিছুতে যে এত সুখ নাই বন্ধু
প্রতিদিন ভালবাসা চাই বন্ধু
কিছুতে যে এত সুখ নাই বন্ধু
এই প্রেম যে স্বর্গ সুধা
মেটায় প্রানেরই ক্ষুধা
মেটায় প্রানেরই ক্ষুধা
প্রতিদিনই ভালোবাসা চাই বন্ধু
কিছুতে যে এত সুখ নাই বন্ধু
প্রতিদিনই ভালবাসা চাই বন্ধু
কিছুতে যে এত সুখ নাই বন্ধু



Credits
Writer(s): Anand-milind, Ratan Shah
Lyrics powered by www.musixmatch.com

Link