Muthor Romal

যেন মুঠোর রুমাল রুমাল সোহাগী লাল
যেন রাতের আড়াল আড়াল রংমশাল
যেন গানের বাগান বাগান আকাশ নীল
যেন ঘুমের বনে বনে আসে হরিণ
কিছু দূরে, কিছু কাছে আলগোছে
কিছু দূরে, সুরে সুরে, ঘুরে ঘুরে

গাছে গাছে তার কাছে চিঠি আছে
যেন মুঠোর রুমাল রুমাল সোহাগী লাল
যেন রাতের আড়াল আড়াল রংমশাল
কিছু দূরে, কিছু কাছে আলগোছে
কিছু দূরে, সুরে সুরে, ঘুরে ঘুরে

গা ধুয়ে সন্ধ্যে দিলো উদাস দিন
পায়ে পায়ে আলপনা হল রঙিন
উদাস দিন, হলো রঙিন
ফেরিওয়ালা ডাক দিলো অচিনপুর
এলোচুলে নদী নামে সারা দুপুর
অচিনপুর, সারা দুপুর

ঝিকিমিকি কথা, আলোছায়া
বেপথু এ হাওয়া ঠিকানা চায়
যেন মুঠোর রুমাল রুমাল সোহাগী লাল
যেন রাতের আড়াল আড়াল রংমশাল
কিছু দূরে, কিছু কাছে আলগোছে
কিছু দূরে, সুরে সুরে, ঘুরে ঘুরে
গাছে গাছে তার কাছে চিঠি আছে

কিছু দূরে, কিছু কাছে আলগোছে
কিছু দূরে, সুরে সুরে, ঘুরে ঘুরে
চিঠি আছে
গাছে গাছে তার কাছে চিঠি আছে



Credits
Writer(s): Shantanu Moitra
Lyrics powered by www.musixmatch.com

Link