Kakababur Obhijaan

মন্ত্র বলতে যার জিতে ফিরে আসা
যন্ত্র ধারালো মন সরায় ধোঁয়াশা
চলতে চলতে কত ছুরি, বোমা, গুলি
Crutch-এর দাপটে সবই হয়েছে মাদুলি

মন্ত্র বলতে যার জিতে ফিরে আসা
যন্ত্র ধারালো মন সরায় ধোঁয়াশা
চলতে চলতে কত ছুরি, বোমা, গুলি
Crutch-এর দাপটে সবই হয়েছে মাদুলি

দূরের দিগন্তে প্রশ্ন হাজার
মাটিতে পা তাই পড়লো রাজার
দূরের দিগন্তে যুদ্ধ হাজার
মাটিতে পা তাই পড়লো রাজার

পড়তে, লড়তে, মরতে ভয় না পাওয়া
খুব দুরন্ত একটা কোনো হাওয়া
খুঁড়বে, খুঁজবে সরেজমিনে সবই
সেই টানেতে অভিযানে যাওয়া, হো

পড়তে, লড়তে, মরতে ভয় না পাওয়া
খুব দুরন্ত একটা কোন হাওয়া
খুঁড়বে, খুঁজবে সরেজমিনে সবই
সেই টানেতে অভিযানে যাওয়া, হে

বালিতে, বরফে, নদী কিংবা পাহাড়ে
বেয়াড়া বিপদ যদি পদে পদে বাড়ে
রহস্য দানা বাঁধে কলারের নিচে
সর্বনাশের সাপ, বিপদের বিছে

বালিতে, বরফে, নদী কিংবা পাহাড়ে
বেয়াড়া বিপদ যদি পদে পদে বাড়ে
রহস্য দানা বাঁধে কলারের নিচে
সর্বনাশের সাপ বিপদের বিছে, হো এ-

দূরের দিগন্তে প্রশ্ন হাজার
মাটিতে পা তাই পড়লো রাজার
দূরের দিগন্তে যুদ্ধ হাজার
মাটিতে পা তাই পড়লো রাজার

পড়তে, লড়তে, মরতে ভয় না পাওয়া
খুব দুরন্ত একটা কোন হাওয়া
খুঁড়বে, খুঁজবে সরেজমিনে সবই
সেই টানেতে অভিযানে যাওয়া, হো

প্রশ্নের তালা খোলে তর্কের চাবি
ধুলো দিয়ে চোখে তার কোথায় পালাবি?
সাদাকালো ছকে যার থাকা চলাফেরা
পাপের বসতি একা করে ফেলে ঘেরাও, হো এহেহে-

প্রশ্নের তালা খোলে তর্কের চাবি
ধুলো দিয়ে চোখে তার কোথায় পালাবি?
সাদাকালো ছকে যার থাকা চলাফেরা
পাপের বসতি একা করে ফেলে ঘেরাও, হো

দূরের দিগন্তে প্রশ্ন হাজার
মাটিতে পা তাই পড়লো রাজার
দূরের দিগন্তে যুদ্ধ হাজার
মাটিতে পা তাই পড়লো রাজার

পড়তে, লড়তে, মরতে ভয় না পাওয়া
খুব দুরন্ত একটা কোন হাওয়া
খুঁড়বে, খুঁজবে সরেজমিনে সবই
সেই টানেতে অভিযানে যাওয়া, হে হো-

পড়তে, লড়তে, মরতে ভয় না পাওয়া
খুব দুরন্ত একটা কোন হাওয়া
খুঁড়বে, খুঁজবে সরেজমিনে সবই
সেই টানেতে অভিযানে যাওয়া, হে



Credits
Writer(s): Indraadip Dasgupta, Prasen
Lyrics powered by www.musixmatch.com

Link