Bedona Madhur Hoye Jaay

বেদনা মধুর হয়ে যায়
তুমি যদি দাও
বেদনা মধুর হয়ে যায়
তুমি যদি দাও
মুখের কথাই হয় যে গান
তুমি যদি গাও
মুখের কথাই হয় যে গান
তুমি যদি গাও
বেদনা মধুর হয়ে যায়
তুমি যদি দাও

কুয়াশায় রাত হয় ভোর
কেটে যায় আঁধারের ঘোর
কুয়াশায় রাত হয় ভোর
কেটে যায় আঁধারের ঘোর
চোখের তারায় নামে স্বর্গ তুমি যদি চাও
চোখের তারায় নামে স্বর্গ তুমি যদি চাও
বেদনা মধুর হয়ে যায়
তুমি যদি দাও
বেদনা মধুর হয়ে যায়
তুমি যদি দাও

যেদিন জেনেছে এই মন
তুমি যে আমার
সেই থেকে যা পেয়েছে সে
সবই যে তোমার
যেদিন জেনেছে এই মন
তুমি যে আমার
সেই থেকে যা পেয়েছে সে
সবই যে তোমার

যত ভুল ভেঙে গিয়ে তাই
দেখি ফুল যেদিকেই চাই
যত ভুল ভেঙে গিয়ে তাই
দেখি ফুল যেদিকেই চাই
দুঃখ হয় প্রীতি অর্ঘ্য যদি দিয়ে যাও
দুঃখ হয় প্রীতি অর্ঘ্য যদি দিয়ে যাও

বেদনা মধুর হয়ে যায়
তুমি যদি দাও
বেদনা মধুর হয়ে যায়
তুমি যদি দাও
মুখের কথাই হয় যে গান
তুমি যদি গাও
মুখের কথাই হয় যে গান
তুমি যদি গাও
বেদনা মধুর হয়ে যায়
তুমি যদি দাও
বেদনা মধুর হয়ে যায়
তুমি যদি দাও



Credits
Writer(s): Jagjit Singh, Pulak Banerjee
Lyrics powered by www.musixmatch.com

Link