Ki Ashay Bandhi Khelaghar

কী আশায় বাঁধি খেলাঘর
বেদনার বালুচরে
কী আশায় বাঁধি খেলাঘর
বেদনার বালুচরে

নিয়তি আমার ভাগ্য লয়ে যে
নিয়তি আমার ভাগ্য লয়ে যে
নিশিদিন খেলা করে
বেদনার বালুচরে
কি আশায় বাঁধি খেলাঘর
বেদনার বালুচরে

হায় গো হৃদয় তবুও তোমার
আশা কেন যায় না
যতটুকু চায় কিছু তার পায় না
কিছু তার পায় না
কে জানে কেন যে আমার আকাশ
মেঘে মেঘে শুধু ভরে

নিয়তি আমার ভাগ্য লয়ে যে
নিয়তি আমার ভাগ্য লয়ে যে
নিশিদিন খেলা করে
বেদনার বালুচরে
কি আশায় বাঁধি খেলাঘর
বেদনার বালুচরে

প্রতিদিনই ওঠে নতুন সূর্য
প্রতিদিনই আসে ভোর
ওঠে না সূর্য আসে না সকাল
জীবন আঁধারে মোর
জীবন আঁধারে মোর

পৃথিবী আমারে দিল যে ফিরায়ে
সে যেন ডাকিয়া কয়
নাহি হেথা ঠাঁই, আমি তোর কেহ নয়
ক্লান্ত চরণ আকুল আঁধারে
পথ শুধু খুঁজে মরে
বেদনার বালুচরে

কি আশায় বাঁধি খেলাঘর
বেদনার বালুচরে



Credits
Writer(s): Indraadip Dasgupta, Gauriprasanna Mazumder
Lyrics powered by www.musixmatch.com

Link