Tomari Dehe Palicho Snehe

তোমারি গেহে পালিছ স্নেহে, তুমি ধন্য ধন্য হে
তোমারি গেহে পালিছ স্নেহে, তুমি ধন্য ধন্য হে
আমার প্রাণ তোমারি দান, তুমি ধন্য ধন্য হে
তোমারি গেহে পালিছ স্নেহে, তুমি ধন্য ধন্য হে

পিতার বক্ষে রেখেছ মোরে, জনম দিয়েছ জননীক্রোড়ে
পিতার বক্ষে রেখেছ মোরে, জনম দিয়েছ জননীক্রোড়ে
বেধেছ সখার প্রণয়ডোরে, তুমি ধন্য ধন্য হে

তোমারি গেহে পালিছ স্নেহে, তুমি ধন্য ধন্য হে

তোমার বিশাল বিপুল ভুবন, করেছ আমার নয়নলোভন
তোমার বিশাল বিপুল ভুবন, করেছ আমার নয়নলোভন
নদী গিরি বন সরসশোভন, তুমি ধন্য ধন্য হে

তোমারি গেহে পালিছ স্নেহে, তুমি ধন্য ধন্য হে

হৃদয়ে-বাহিরে স্বদেশে-বিদেশে, যুগে-যুগান্তে নিমেষে-নিমেষে
হৃদয়ে-বাহিরে স্বদেশে-বিদেশে, যুগে-যুগান্তে নিমেষে-নিমেষে
জনমে-মরণে শোকে-আনন্দে, তুমি ধন্য ধন্য হে

তোমারি গেহে পালিছ স্নেহে, তুমি ধন্য ধন্য হে
তোমারি গেহে পালিছ স্নেহে, তুমি ধন্য ধন্য হে
আমার প্রাণ তোমারি দান, তুমি ধন্য ধন্য হে
তোমারি গেহে পালিছ স্নেহে, তুমি ধন্য ধন্য হে
তোমারি গেহে পালিছ স্নেহে, তুমি ধন্য ধন্য হে



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link