Bola Baron

কেন এমন, কবে হঠাৎ, কীসের হাওয়া, তখন বিকেল
বলা বারণ
কি অজুহাত, কোন্ সে রঙিন, কখন আঘাত, জলের আড়াল
বলা বারণ
কে জাগে রাত, বেলা প্রহর, পোড়ো বসত, ঠিকানা তোর
চেনা দু'চোখ, চেনা পালক, চিনি কি ঘর, স্বয়ম্বর
কেন শরীর, কেমন হাওয়া, আরশিমহল, কাকে পোড়ায়
বলা বারণ
দুরের স্টীমার, আলোর তারিখ, নিজে মানুষ, কি যে কখন
বলা বারণ
(জাগে রাত, জাগে রাত, জাগে রাত, জাগে রাত, জাগে রাত...)
চুল ঢাকে ঘুম, ভুল করিডর, কে পলাতক, নীলচে সময়
বলা বারণ
কোন্ সে রাখাল, বিষাদ চরায়, হঠাৎ কখন, হাইওয়ে বাঁশি
বলা বারণ
কে জাগে রাত, বেলা প্রহর, পোড়ো বসত, ঠিকানা তোর
চেনা দু'হাত, লাজুক রাত, চিনি কি তোর, মুঠো কাঁচ
(জাগে রাত, জাগে রাত, জাগে রাত, জাগে রাত, জাগে রাত, জাগে রাত, জাগে রাত)



Credits
Writer(s): Shantanu Moitra, Chandril Bhattacharya, Anindya Chattopadhyay
Lyrics powered by www.musixmatch.com

Link