Kagojer Bari

এই কাগজের বাড়ি আর তার ঠিকানা
ঢেকে রাখা এক চোখে তোর নিশানা
এই কাগজের বাড়ি আর তার ঠিকানা
ঢেকে রাখা এক চোখে তোর নিশানা
সব ফেলে তোর বাজারে আর যাবো না
সব ফেলে তোর বাজারে আর যাবো না

কোন পাহাড়ে বৃষ্টি নামে, কোন পাহাড়ে থামে
কোন মানুষের কাছে গেলে উষ্ণ তাপের আঁচ
এই বেলা তুই চোখ রাঙাস, তোর বারান্দা হাসে
তোর বিকেলে সোনা ঝরে চারটে বেজে পাঁচ
রঙিন হতেই পারে তোড়া বাঁধা ফুল
আমার বিক্রি হওয়া রোদে

এই কাগজের বাড়ি আর তার ঠিকানা
ঢেকে রাখা এক চোখে তোর নিশানা
সব ফেলে তোর বাজারে আর যাবো না
সব ফেলে তোর বাজারে আর যাবো না

কোন পাহাড়ে আয়ু বাড়ে, কোন পাহাড়ে কমে
গুমটি ঘরে চুপটি করে মেঘ সরিয়েছি
তোর বাজারে কিনতে পাওয়া অস্বীকারের ভাষা
তোর পাঠানো ঝরাপাতা মূল্য ধরে দিই
আবার কাগজ বাড়ি ঠিকানা হারায়
আমার বিক্রি হওয়া রোদে

এই কাগজের বাড়ি আর তার ঠিকানা
ঢেকে রাখা এক চোখে তোর নিশানা
সব ফেলে তোর বাজারে আর যাবো না
সব ফেলে তোর বাজারে আর যাব না



Credits
Writer(s): Anupam Roy
Lyrics powered by www.musixmatch.com

Link