Kathata Haray Jekhane - Original

কথাটা হারায় যেখানে
গান শুরু হয় সেখানে
হৃদয় যেখানে হারায়
কী যে শুরু হয়, কে জানে?

যখন দিশাকে হারিয়ে
সময় পড়ে যে দাঁড়িয়ে
যখন দিশাকে হারিয়ে
সময় পড়ে যে দাঁড়িয়ে
তখন কী হয়?

লগ্ন সে হয়, তাই তো হৃদয়
সাড়া দিয়ে ফেলে এ গানে
কে জানে?

কথাটা হারায় যেখানে

রূপালি রাতটা ফুরালে দেখেছি দিন আসে
সূর্যের সোনা ঝরে ঝরে পড়ে চারপাশে
রূপালি রাতটা ফুরালে দেখেছি দিন আসে
সূর্যের সোনা ঝরে ঝরে পড়ে চারপাশে
তারপর কী হয়?

সেই সোনারা, কে জানে কখন
এঁকে ফেলে মন, থাকে দু'নয়ন
নতুন তুলির তালে, কে জানে?

কথাটা হারায় যেখানে

কুঁড়ির দিনটা ফুরালে দেখেছি ফুল ফোটে
রাঙা পাপড়িকে ছুঁয়ে ছুঁয়ে কত সুর ওঠে
কুঁড়ির দিনটা ফুরালে দেখেছি ফুল ফোটে
রাঙা পাপড়িকে ছুঁয়ে ছুঁয়ে কত সুর ওঠে
তাই বুঝি?

সেই গুঞ্জন এসেছে যখন
হোক সে আপন, দিক না কাঁপন
নতুন সুখের মিতালি
কে জানে?

কথাটা হারায় যেখানে
গান শুরু হয় সেখানে
হৃদয় যেখানে হারায়
কী যে শুরু হয়, কে জানে?
কথাটা হারায় যেখানে



Credits
Writer(s): Banerjee Pulak, Mukherjee Hemanta
Lyrics powered by www.musixmatch.com

Link