Bela Gelo Bela Gelo - Original

বেলা গেল, বেলা গেল, ঘরে ফিরে আয়
সূর্যি ডুবে গাছের মাথায়, দিঘির জলে ছায়ায়-মায়ায়
গরুর গাড়ি ক্যাঁচরক্যাঁচর, পথের ধুলো ধায়

বেলা গেল, বেলা গেল, ঘরে ফিরে আয়
সূর্যি ডুবে গাছের মাথায়, দিঘির জলে ছায়ায়-মায়ায়
গরুর গাড়ি ক্যাঁচরক্যাঁচর, পথের ধুলো ধায়

জোয়ান মরদ আয়, ওরে বউ-বেটি আয় রে
মনের মানুষ আয়, ওরে প্রাণ সহেলি আয় রে
হাটের মেলায় যদি কেউবা হারায়
হাটের মেলায় যদি কেউবা হারায়

জোয়ান মরদ আয়, ওরে বউ-বেটি আয় রে
মনের মানুষ আয়, ওরে প্রাণ সহেলি আয় রে
হাটের মেলায় যদি কেউবা হারায়

গাছগাছালির পাতা ঢাকে রাতের আঁধার ছায়াতে
দুই চোখে না কিছুই দেখা যায়
গাছগাছালির পাতা ঢাকে রাতের আঁধার ছায়াতে
দুই চোখে না কিছুই দেখা যায়

মাদল বাজে আহা রে শাল-সেগুনের পাহাড়ে
মহুয়া বনে মাতাল হাওয়া বয়
মাদল বাজে আহা রে শাল-সেগুনের পাহাড়ে
মহুয়া বনে মাতাল হাওয়া বয়

ঘরের মানুষ ঘরে গেল, সাঁঝের প্রদীপ জ্বলে
ঘরের মানুষ ঘরে গেল, সাঁঝের প্রদীপ জ্বলে
তবু পথের মানুষ পথেই থেকে যায়
তবু পথের মানুষ পথেই থেকে যায়

মাদল বাজে আহা রে শাল-সেগুনের পাহাড়ে
মহুয়া বনে মাতাল হাওয়া বয়
মাদল বাজে আহা রে শাল-সেগুনের পাহাড়ে
মহুয়া বনে মাতাল হাওয়া বয়

ঘরের মানুষ ঘরে গেল, সাঁঝের প্রদীপ জ্বলে
ঘরের মানুষ ঘরে গেল, সাঁঝের প্রদীপ জ্বলে
তবু পথের মানুষ পথেই থেকে যায়
তবু পথের মানুষ পথেই থেকে যায়



Credits
Writer(s): Anath Bandhu Das
Lyrics powered by www.musixmatch.com

Link