Amar Ange Ange Ke

আমার অঙ্গে অঙ্গে কে বাজায়, বাজায় বাঁশি
আমার অঙ্গে অঙ্গে কে বাজায়

আনন্দে বিষাদে মন উদাসী

কে বাজায়, বাজায় বাঁশি
আমার অঙ্গে অঙ্গে কে বাজায়

পুষ্প বিকাশের সুরে দেহ-মন উঠে পুড়ে
পুষ্প বিকাশের সুরে দেহ-মন উঠে পুড়ে

কি মাধুরী সুগন্ধ বাতাসে যায় ভাসি

কে বাজায়, বাজায় বাঁশি
আমার অঙ্গে অঙ্গে কে বাজায়Credits
Writer(s): Sahana Bajpaie
Lyrics powered by www.musixmatch.com

Link