Brishti Theme Gele

কালো মেঘে ঢেকেছে আকাশ
এলো শ্রাবণের মাস
এলোমেলো হাওয়া বয়ে যায়
সন্ধ্যে নামে সারা শরীরে
যেন স্মৃতিরা আসে ঘিরে
কারো কথা মনে পড়ে যায়

আয় বৃষ্টি ঝেঁপে, এই নতুন step-এ
রাস্তায় দাঁড়িয়ে, ছাতা হারিয়ে
সবকিছু ধুয়ে, আলগোছে ছুঁয়ে
যাও তুমি আবার আমায় ভাসিয়ে

তুমি এসেছো যখন কিছুক্ষণ থেকে যাও
আমি জমিয়ে রেখেছি যত রং দেখে যাও
এই কবিতা-পাগল মনে মন রেখে যাও
যদি চলে যেতে চাও চলে যেও
বৃষ্টি থেমে গেলে
হো, বৃষ্টি থেমে গেলে
হে, বৃষ্টি থেমে গেলে

(দাও না ভাসিয়ে)
মাটি ভেজা ভেজা সুরে তাই
দুঃখী মানুষের পাড়ায়
ভালোবাসা বয়ে নিয়ে যায়
সবুজ আরও ঘন হতে চায়
কারো চোখের পাতায়
আনমনা করে চলে যায়

আয় বৃষ্টি ঝেঁপে, এই নতুন step-এ
রাস্তায় দাঁড়িয়ে, ছাতা হারিয়ে
সবকিছু ধুয়ে, আলগোছে ছুঁয়ে
যাও তুমি আবার, আমায় ভাসিয়ে

তুমি এসেছো যখন কিছুক্ষণ থেকে যাও
আমি জমিয়ে রেখেছি যত রং দেখে যাও
এই কবিতা-পাগল মনে মন রেখে যাও
যদি চলে যেতে চাও চলে যেও
বৃষ্টি থেমে গেলে
হুম, বৃষ্টি থেমে গেলে
হে, বৃষ্টি থেমে গেলে, হে

(দাও না ভাসিয়ে)



Credits
Writer(s): Anupam Roy
Lyrics powered by www.musixmatch.com

Link