Jharo Jharo Jharo

ঝরো-ঝরো ঝরো-ঝরো ঝরে রঙের ঝর্না
আয়, আয়, আয়, আয় সে রসের সুধায় হৃদয় ভর না
ঝরো-ঝরো ঝরো-ঝরো ঝরে রঙের ঝর্না
আয়, আয়, আয়, আয় সে রসের সুধায় হৃদয় ভর না
ঝরো-ঝরো ঝরো-ঝরো ঝরে রঙের ঝর্না

সেই মুক্ত বন্যাধারায় ধারায়
চিত্ত মৃত্যু-আবেশ হারায়
ও সেই মুক্ত বন্যাধারায় ধারায়
চিত্ত মৃত্যু-আবেশ হারায়
ও সেই রসের পরশ পেয়ে ধরা নিত্যনবীনবর্ণা

ঝরো-ঝরো ঝরো-ঝরো ঝরে রঙের ঝর্না
আয়, আয়, আয়, আয় সে রসের সুধায় হৃদয় ভর না
ঝরো-ঝরো ঝরো-ঝরো ঝরে রঙের ঝর্না

তার কলধ্বনি দখিন হাওয়ায় ছড়ায় গগনময়
মর্মরিয়া আসে ছুটে নবীন কিশলয়
আসে নবীন কিশলয়
বনের বীণায় বীণায় ছন্দ জাগে বসন্তপঞ্চমের রাগে
বনের বীণায় বীণায় ছন্দ জাগে বসন্তপঞ্চমের রাগে
ও সেই সুরে সুরে সুর মিলিয়ে আনন্দগান ধর না

ঝরো-ঝরো ঝরো-ঝরো ঝরে রঙের ঝর্না
আয়, আয়, আয়, আয় সে রসের সুধায় হৃদয় ভর না
ঝরো-ঝরো ঝরো-ঝরো ঝরে রঙের ঝর্না



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link