Oi Janalar Kachhe Boshe Achhe

ওই জানালার কাছে বসে আছে
করতলে রাখি মাথা
তার কোলে ফুল পড়ে রয়েছে
সে যে ভুলে গেছে মালা গাঁথা
ওই জানালার কাছে বসে আছে

শুধু ঝুরু ঝুরু বায়ু বহে যায়
তার কানে কানে কী যে কহে যায়
শুধু ঝুরু ঝুরু বায়ু বহে যায়
তার কানে কানে কী যে কহে যায়
তাই আধাে শুয়ে আধাে বসিয়ে
ভাবিতেছে কত কথা
ওই জানালার কাছে বসে আছে

চোখের ওপরে মেঘ ভেসে যায়
উড়ে উড়ে যায় পাখি
সারা দিন ধরে বকুলের ফুল
ঝরে পড়ে থাকি থাকি
মধুর আলস মধুর আবেশ
মধুর মুখের হাসিটি
মধুর আলস মধুর আবেশ
মধুর মুখের হাসিটি
মধুর স্বপনে প্রাণের মাঝারে
বাজিছে মধুর বাঁশিটি
ওই জানালার কাছে বসে আছে
করতলে রাখি মাথা
তার কোলে ফুল পড়ে রয়েছে
সে যে ভুলে গেছে মালা গাঁথা
ওই জানালার কাছে বসে আছে



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link