Aamar Bela Ja Jai

আমার বেলা যে যায় সাঁঝবেলাতে
তোমার সুরে সুরে সুর মেলাতে
আমার বেলা যে যায় সাঁঝবেলাতে
তোমার সুরে সুরে সুর মেলাতে
আমার বেলা যে যায়

একতারাটির একটি তারে
গানের বেদন বইতে নারে
একতারাটির একটি তারে
গানের বেদন বইতে নারে

তোমার সাথে বারে বারে
হার মেনেছি এই খেলাতে
তোমার সুরে সুরে সুর মেলাতে

আমার বেলা যে যায় সাঁঝবেলাতে
তোমার সুরে সুরে সুর মেলাতে
আমার বেলা যে যায়

এ তার বাঁধা কাছের সুরে
ঐ বাঁশি যে বাজে দূরে
আমার এ তার বাঁধা কাছের সুরে
ঐ বাঁশি যে বাজে দূরে
গানের লীলার সেই কিনারে
যোগ দিতে কি সবাই পারে

বিশ্বহৃদয়পারাবারে
রাগরাগিণীর জাল ফেলাতে
তোমার সুরে সুরে সুর মেলাতে

আমার বেলা যে যায় সাঁঝবেলাতে
তোমার সুরে সুরে সুর মেলাতে
আমার বেলা যে যায় সাঁঝবেলাতে
তোমার সুরে সুরে সুর মেলাতে
আমার বেলা যে যায়



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link