Aaj Ei Dintake

আজ এই দিনটাকে
মনের খাতায় লিখে রাখো
আমায় পড়বে মনে
কাছে দূরে যেখানেই থাকো

আজ এই দিনটাকে
মনের খাতায় লিখে রাখো
আমায় পড়বে মনে
কাছে দূরে যেখানেই থাকো

হাওয়ার গল্প আর
পাখিদের গান শুনে শুনে
আজ এই ফাল্গুনে
দু'টি চোখে স্বপ্ন শুধু আঁকো

হাওয়ার গল্প আর
পাখিদের গান শুনে শুনে
আজ এই ফাল্গুনে
দু'টি চোখে স্বপ্ন শুধু আঁকো

আজ এই দিনটাকে
মনের খাতায় লিখে রাখো
আমায় পড়বে মনে
কাছে দূরে যেখানেই থাকো

এসো আজ সারাদিন
বসে নয় থাকি পাশাপাশি
আজ শুধু ভালোবাসাবাসি
শুধু গান আর হাসাহাসি

রঙের বরষা ঐ
নেমেছে যে দেখো ফুলে ফুলে
দু'টি হাত তুলে
আমাকে আরো কাছে ডাকো

রঙের বরষা ঐ
নেমেছে যে দেখো ফুলে ফুলে
দু'টি হাত তুলে
আমাকে আরো কাছে ডাকো

আজ এই দিনটাকে
মনের খাতায় লিখে রাখো
আমায় পড়বে মনে
কাছে দূরে যেখানেই থাকো



Credits
Writer(s): Gouri Prasanna Majumdar, Bappi Lahiri
Lyrics powered by www.musixmatch.com

Link