Ami Je Ke Tomar

আমি যে কে তোমার তুমি তা বুঝে নাও
আমি চিরদিন তোমারই তো থাকবো
তুমি আমার আমি তোমার
এ মনে কি আছে পারো যদি খুঁজে নাও
আমি তোমাকেই বুকে ধরে রাখবো
তুমি আমার আমি তোমার
আমি যে কে তোমার তুমি তা বুঝে নাও

কেন আর সরে আছো দূরে?
কাছে এসে হাত দুটো ধরো
কেন আর সরে আছো দূরে?
কাছে এসে হাত দুটো ধরো
শপথের মন কাড়া সুরে
আমায় তোমারই তুমি করো

তোমারই স্বপ্ন দু'চোখেই আমি আঁকবো
চিরদিন তোমারই তো থাকবো
তুমি আমার আমি তোমার
আমি যে কে তোমার তুমি তা বুঝে নাও

ওপাড়ের ডাক যদি আসে
শেষ খেয়া হয় পাড়ি দিতে
ওপাড়ের ডাক যদি আসে
শেষ খেয়া হয় পাড়ি দিতে
মরণ তোমায় কোনদিনও
পারবে না কভু কেড়ে নিতে

সুখে-দুঃখে আমি তোমাকেই কাছে ডাকবো
চিরদিন তোমারই তো থাকবো
তুমি আমার আমি তোমার
আমি যে কে তোমার তুমি তা বুঝে নাও
আমি চিরদিন তোমারই তো থাকবো
তুমি আমার আমি তোমার
আমি যে কে তোমার তুমি তা বুঝে নাও



Credits
Writer(s): Gouri Prasanna Majumdar, Ajoy Das
Lyrics powered by www.musixmatch.com

Link