Eto Kiser Tara

প্রতিদিন ভাবনাতে বিলীন
আছে কী করার?
সাঁঝবেলা ভাবনা মেলা
ধূসর পারাবার

এখনই ঘুম কাটিয়েছি
এখনই তো তাকিয়েছি
জীবন ঘড়ির ঘোরানোতে
কেন মাথা ঘুরিয়েছি?

সময়ের নেই মালিকানা
থামবে না, থেমে থাকবে না
তাই আজকের কালকের বাহানা
মন বলে, "থেমে যা না"

করবো তো, করবো তো
এত কীসের তারা?
একটু হলো দেরি
ধরে নেবো, দাঁড়া
শুয়ে শুয়ে দেখি
সময়ের পাহারা
আরামে খুঁজে যাই
যে আমার চেহরা

নাই আমি phone হয়ে
আমি যে বোম হয়ে
শুধু চাই এই zone-এ
দিস না কেউ ছড়িয়ে
না কিছু জমকালো
রুক্ষ চুল এলোমেলো
মন আমার খামোখা
দিচ্ছে গান শুনিয়ে

সপ্তাহের যত গিঁট
খুলে দিয়ে করো hit
Snooze লেখা alarm
ন'বার করেছি repeat

হাত-খরচ পাবে উচ্চতা
জোটেনি গান্ধীজির পাতা
তাই আজকের কালকের বাহানায়
মন বলে, "চুপে যা না" (ব্যাস)

করবো তো, করবো তো
এত কীসের তারা
একটু হলো দেরি
ধরে নেবো, দাঁড়া
শুয়ে শুয়ে দেখি
সময়ের পাহারা
আরামে খুঁজে যাই
যে আমার চেহারা

নাই আমি phone হয়ে
আমি যে বোম হয়ে
শুধু চাই এই zone-এ
দিস না কেউ ছড়িয়ে
না কিছু জমকালো
রুক্ষ চুল এলোমেলো
মন আমার খামোখা
দিচ্ছে গান শুনিয়ে



Credits
Lyrics powered by www.musixmatch.com

Link