Aami Chai

আমি চাইলে কি যা চাইছি হয়ে যায়
যাকে চাই তাকে সত্যি কি পাওয়া যায়?
বড় তৃষ্ণায় সব চাওয়া শুকিয়ে যায়
আমি যদি চাই, আরও দু'টো দেশ নয়
যারা কথা বলে, ভালোবাসে বাংলায়
তারা যদি এক হতে চায়, সে কি অন্যায়?
আমি, আমি, আমি চাই
মঠ, মসজিদ, গির্জাতে ভাই
হক লুকাও, হক ধর্মগুরুর আছে তাই

আমি চাই, সাদা চোখে সাদাকালো দেখুক সবাই
আর সব রঙিন ছবিগুলো সূর্যের আলোয় হোক যাচাই
আমি চাই, সাদা চোখে সাদাকালো দেখুক সবাই
আর সব রঙিন ছবিগুলো সূর্যের আলোয় হোক যাচাই

আমি চাই, হাতে-হাতে হাতাহাতি নয়
যে হাতে ধান বোনা, ধান কাটা হয়
যে হাত ঘামে ভেজে কলকারখানায়
চাই, সেই হাতে হোক তার বদলে
হাত পিলে যেন কবিতায় লেখা হয়
হাতে-হাতে একসাথে কেটে যাক সংশয়
চাই, বিশ্বাস করি হাত দু'টোতেই
হাতের রেখায় নয় তো কোনো মতেই
চাই না, চাই না দিতে আর ভাগ্যের দোহাই

আমি চাই, সাদা চোখে সাদাকালো দেখুক সবাই
আর সব রঙিন ছবিগুলো সূর্যের আলোয় হোক যাচাই
আমি চাই, সাদা চোখে সাদাকালো দেখুক সবাই
আর সব রঙিন ছবিগুলো সূর্যের আলোয় হোক যাচাই

চাই, শোষকের কবরের উপর গড়ে ওঠুক সামনের মিনার
চাই মানুষের মুক্তি, চাই সকলের সমান অধিকার
চাই, দেশনেতা সেজে থাকা পশুদের মুখোশটা ছিড়ে দিই
চাই, আগামীর স্বার্থে আরেকবার দুনিয়াটা বদলে দিই

আমি চাই, সাদা চোখে সাদাকালো দেখুক সবাই
আর সব রঙিন ছবিগুলো সূর্যের আলোয় হোক যাচাই
আমি চাই, সাদা চোখে সাদাকালো দেখুক সবাই
আর সব রঙিন ছবিগুলো সূর্যের আলোয় হোক যাচাই

আমি চাইলে কি যা চাইছি হয়ে যায়
যাকে চাই তাকে সত্যি কি পাওয়া যায়?
বড় তৃষ্ণায় সব চাওয়া শুকিয়ে যায়
আমি যদি চাই, আরও দু'টো দেশ নয়
যারা কথা বলে ভালোবাসে বাংলায়
তারা যদি এক হতে চায়, সে কি অন্যায়?
আমি, আমি, আমি চাই
মঠ, মসজিদ, গির্জাতে ভাই
হক লুকাও, হক ধর্মগুরুর আছে তাই

আমি চাই, সাদা চোখে সাদাকালো দেখুক সবাই
আর সব রঙিন ছবিগুলো সূর্যের আলোয় হোক যাচাই
আমি চাই, সাদা চোখে সাদাকালো দেখুক সবাই
আর সব রঙিন ছবিগুলো সূর্যের আলোয় হোক যাচাই



Credits
Writer(s): Mainak Sinha
Lyrics powered by www.musixmatch.com

Link