Aji Basanta Jagrata

আজি বসন্ত জাগ্রত দ্বারে
বসন্ত জাগ্রত দ্বারে
তব অবগুণ্ঠিত কুণ্ঠিত জীবনে
কোরো না বিড়ম্বিত তারে
বসন্ত জাগ্রত দ্বারে
বসন্ত জাগ্রত-

আজি খুলিয়ো হৃদয়দল খুলিয়ো
আজি ভুলিয়ো আপন-পর ভুলিয়ো
আজি খুলিয়ো হৃদয়দল খুলিয়ো
আজি ভুলিয়ো আপন-পর ভুলিয়ো

এই সংগীত-মুখরিত গগনে
তব গন্ধ তরঙ্গিয়া তুলিয়ো
এই বাহির ভুবনে দিশা হারায়ে
দিয়ো ছড়ায়ে মাধুরী ভারে ভারে

আজি বসন্ত জাগ্রত দ্বারে
বসন্ত জাগ্রত-

একি নিবিড় বেদনা বনমাঝে
আজি পল্লবে পল্লবে বাজে
একি নিবিড় বেদনা বনমাঝে
আজি পল্লবে পল্লবে বাজে
দূরে গগনে কাহার পথ চাহিয়া
আজি ব্যাকুল বসুন্ধরা সাজে

মোর পরানে দখিনবায়ু লাগিছে
কারে দ্বারে দ্বারে কর হানি মাগিছে
মোর পরানে দখিনবায়ু লাগিছে
কারে দ্বারে দ্বারে কর হানি মাগিছে

এই সৌরভবিহ্বল রজনী
কার চরণে ধরণীতলে জাগিছে
ওহে সুন্দর, বল্লভ, কান্ত
তব গম্ভীর আহ্বান কারে

আজি বসন্ত জাগ্রত দ্বারে
তব অবগুণ্ঠিত কুণ্ঠিত জীবনে
কোরো না বিড়ম্বিত তারে
বসন্ত জাগ্রত দ্বারে
বসন্ত জাগ্রত দ্বারে



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link