Amaaye Dubayili

আমায় ডুবাইলি রে, আমায় ভাসাইলি রে
অকূল দরিয়ার বুঝি কূল নাই রে
আমায় ডুবাইলি রে, আমায় ভাসাইলি রে
অকূল দরিয়ার বুঝি কূল নাই রে
আরে কূল নাই, কিনার নাই, নাই রে দইরার পাড়ি
সাবধানে চালাইয়ো মাঝি আমার ভাঙা তরী রে
অকূল দরিয়ার বুঝি কূল নাই রে
আমায় ডুবাইলি রে, আমায় ভাসাইলি রে
অকূল দরিয়ার বুঝি কূল নাই রে

তোর নামের ভরসা কইরে তরী দিলাম ছেড়ে
মাঝি রে, মাঝি রে
তোর নামের ভরসা কইরে তরী দিলাম ছেড়ে
একবার হাল ধরিয়া বইসো, গুরু
হাল ধরিয়া বইসো, গুরু, ভাঙা তরীর 'পরে রে
অকূল দরিয়ার বুঝি কূল নাই রে

আমায় ডুবাইলি রে, আমায় ভাসাইলি রে
অকূল দরিয়ার বুঝি কূল নাই রে

ওরে ভবনদীর তরঙ্গ দেইখে প্রাণে লাগে ভয়
মাঝি ভাই, মাঝি ভাই
ভবনদীর তরঙ্গ দেইখে প্রাণে লাগে ভয়
তোর নামের কলঙ্ক হবে
তোর নামের কলঙ্ক হবে তরী যদি ডুবে যায়
অকূল দরিয়ার বুঝি কূল নাই রে

আমায় ডুবাইলি রে, আমায় ভাসাইলি রে
অকূল দরিয়ার বুঝি কূল নাই রে

কূল নাই, সীমা নাই
নাই রে, নাই রে
কূল নাই, সীমা নাই
নাই রে, নাই রে



Credits
Writer(s): Traditional
Lyrics powered by www.musixmatch.com

Link