Tomar Sure Sur Bendhechhi

তোমার সুরে সুর বেধেছি
তোমার সুরে সুর বেধেছি
মনে কি গো পড়ে সেই দিনের কথা
তারা ভরা রাতে, চাঁদ ছিল
রজনীগন্ধা ফুটে ছিল যে রাতে

তোমার সুরে সুর বেধেছি
মনে কি গো পড়ে সেই দিনের কথা
তারা ভরা রাতে, চাঁদ ছিল
রজনীগন্ধা ফুটে ছিল যে রাতে
তোমার সুরে সুর বেধেছি

প্রথম দিনের সেই মিষ্টি কথা
হাসির আড়ালে ছিল অজানা ব্যথা
প্রথম দিনের সেই মিষ্টি কথা
হাসির আড়ালে ছিল অজানা ব্যথা
ব্যথার আড়ালে ঢাকা সুখেরই কান্না
দুটি আখি পাতে কেঁপেছিল
রজনীগন্ধা ফুটে ছিল যে রাতে
তোমার সুরে সুর বেধেছি

এখনো দুচোখে রয়েছে লেগে
মৃদু সে আলোর শিখা রয়েছে জেগে
এখনো দুচোখে রয়েছে লেগে
মৃদু সে আলোর শিখা রয়েছে জেগে
যখনি হৃদয় চায় দেখি যে আমি
হৃদয় কি আলো জ্বেলেছিল
রজনীগন্ধা ফুটে ছিল যে রাতে

তোমার সুরে সুর বেধেছি
মনে কি গো পড়ে সেই দিনের কথা
তারা ভরা রাতে, চাঁদ ছিল
রজনীগন্ধা ফুটে ছিল যে রাতে
তোমার সুরে সুর বেধেছি



Credits
Writer(s): Arup Ghoshdostider, Saregama Music United States, Pulak Banerjee
Lyrics powered by www.musixmatch.com

Link