Bela Boye Jae

ওরে ও
ওরে ও
ডাকে মন, সোনা মন |

বেলা বয়ে যায়,
সে গেছে কাদের নায় |
জোছনা গাছে ফুল ধরেছে, খোকা ঘরে আয় |
বেলা বয়ে যায়,
সে গেছে কাদের নায় |
জোছনা গাছে ফুল ধরেছে, খোকা ঘরে আয় |

রোদ্দুর ডানা মেলে, রামধনু গায়ে ফেলে, চাঁদকপালে চাঁদটিপ |
রোদ্দুর গেলে উড়ে, সাতরঙা মিঠে সুরে, আমাকে খুঁজে পেলে কি?

ওরে ও
ওরে ও
ডাকে মন, সোনা মন |

মায়ার পাখি গায়,
দেখো সুয্যি ফিরে চায় |
আলোর জাহাজ খেলবি না আজ, আয় না ঘরে আয় |

সোনার কাঠি কই,
শীতল পাটি কই |
নিশুতরাতে তোমায় ছুঁয়ে একলা জেগে রই |
ফুলবাগানের মাথার ওপর চাঁদ উঠেছে ওই |
(মা গো)ফুলবাগানের মাথার ওপর চাঁদ উঠেছে ওই |

মায়ার পাখির সুর,
রোদ্দুরে ভরপুর,
আলোর জাহাজ ফিরব ঘর আজ, বল না কতদূর |

ও... ঘুমপাড়ানি গান, তারে মেপে দেব ধান |
উথাল-পাথাল ঢেউয়ের তলে কান্নাজলে চান |
ফুলবাগানের বুকের ভেতর চাঁদেরই সন্তান
ও... ফুলবাগানের বুকের ভেতর চাঁদেরই সন্তান

মায়ার পাখি গায়,
দেখো সুয্যি ফিরে চায় |
আলোর জাহাজ খেলবি না আজ, আয় না ঘরে আয় |
মায়ার পাখির সুর,
রোদ্দুরে ভরপুর,
আলোর জাহাজ ফিরব ঘর আজ, বল না কতদূর |
রোদ্দুর ডানা মেলে, রামধনু গায়ে ফেলে, চাঁদকপালে চাঁদটিপ |
রোদ্দুর গেলে উড়ে, সাতরঙা মিঠে সুরে, আমাকে খুঁজে পেলে কি?

ওরে ও...
ওরে ও...



Credits
Writer(s): Shantanu Moitra, Anindya Chattopadhyay, Chandril Bhattacharya
Lyrics powered by www.musixmatch.com

Link