Shudhu Phera Path Tuku

ঝরে ঝরে পড়ে ছিমছাম
শুকনো পাতার স্তূপ
কবে যেন কাকে চিনতাম
ডাকবাক্সেরা চুপ

কিছু পিছু ডাকা সার্সিতে আঁকা
চুপ করে থাকা বন্ধু
কিছু পিছু ডাকা সার্সিতে আঁকা
চুপ করে থাকা বন্ধু

স্বপ্নের stall-এ লণ্ঠন জ্বলে
গল্পেরা চলে কোন দূর
রাস্তা ফেলে

শুধু ফেরা পথটুকু, ঘেরা পথটুকু
সেরা পথ হয়ে থেকে যাক
আজ বিকেলে
ও ও ও... আজ বিকেলে

দেখো কুয়াশার নেই ডাকনাম
তবু চশমার চোখে বাষ্প
মিঠে রোদ্দুর চায় railing এর সায়
একদিন নিতে আসবো
কবে জানি না
কবে জানি না

শুধু ফেরা পথটুকু, ঘেরা পথটুকু
সেরা পথ হয়ে থেকে যাক
আজ বিকেলে
ও ও ও... আজ বিকেলে

দেখো হাত থেকে হাত গাছ ঘুম
যেন শীত চলে গেছে পরশু
যদি দেখা হয়ে যায় চেনা রাস্তায়
ফিরে যেতে চায় মরশুম
কেন জানি না
কেন জানি না

শুধু ফেরা পথটুকু, ঘেরা পথটুকু
সেরা পথ হয়ে থেকে যাক
আজ বিকেলে
ও ও ও... আজ বিকেলে



Credits
Writer(s): Prabuddha Banerjee
Lyrics powered by www.musixmatch.com

Link