Ei Raat Eto Tara

এই রাত...
এই রাত...
এত তারা আছে তার সাথে
আমি একা কাঁদি বেদনাতে
ও গো আমি একা কাঁদি বেদনাতে
এই রাত...
এত তারা আছে তার সাথে

আমি একা কাঁদি বেদনাতে
ও গো আমি একা কাঁদি বেদনাতে।।

স্বপ্নের দ্বীপ জ্বেলে এ দুটি নয়নে
এঁকেছি কত না ছবি যতনে এই মনে
মন যারে চায় ধরা দিতে
জানে না সে হায় মন নিতে
ও গো তাই এক কাঁদি বেদনাতে

এই রাত...
এত তারা আছে তার সাথে
আমি একা কাঁদি বেদনাতে
ও গো আমি একা কাঁদি বেদনাতে।।

স্মৃতির পাখিটা কেঁদে কেঁদে মরে
কত ব্যাথা বুকে নিয়ে বকুলেরা ঝরে
যত সুখ ফেলে আসা পথে
ব্যাথা হয়ে ফিরে আসে রাতে
ও গো তাই এক কাঁদি বেদনাতে
এই রাত...
এত তারা আছে তার সাথে
আমি একা কাঁদি বেদনাতে
ও গো আমি একা কাঁদি বেদনাতে
এই রাত...



Credits
Writer(s): Lata Mangeskar
Lyrics powered by www.musixmatch.com

Link