Du Chokhe Oi Aalto Hasi

দু' চোখে ওই (দু' চোখে ওই) আলতো হাসি (আলতো হাসি)
চিলতে রোদের আদরে
নিঝঝুম দুপুর (নিঝঝুম দুপুর) স্বপ্ন সাজায় (স্বপ্ন সাজায়)
নেশা-নেশা বাসরে

একফালি ঘর, একটু আশা
একমুঠো রোদ, ভালোবাসা
চায় মন ছুঁতে তোমায়

কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া
তোমারও চরণে দিব হৃদয় খুলিয়া
কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া

যদি এ মন যখন তখন
মাতাল স্রোতে বয়ে
ভিজতে চায় তোমার ছোঁয়ায়
তোমার শরীর হয়ে

একফালি ঘর, একটু আশা
একমুঠো রোদ, ভালোবাসা
চায় মন ছুঁতে তোমায়

কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া
তোমারও চরণে দিব হৃদয় খুলিয়া
কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া

যদি এ মন যখন তখন
আকাশকুসুম আঁকে
রাঙিয়ে নেয় তোমার রঙে
তোমার ঠোঁটের ফাঁকে

একফালি ঘর, একটু আশা
একমুঠো রোদ, ভালোবাসা
চায় মন ছুঁতে তোমায়

দু' চোখে ওই (দু' চোখে ওই) আলতো হাসি (আলতো হাসি)
চিলতে রোদের আদরে
নিঝঝুম দুপুর (নিঝঝুম দুপুর) স্বপ্ন সাজায় (স্বপ্ন সাজায়)
নেশা-নেশা বাসরে

একফালি ঘর, একটু আশা
একমুঠো রোদ, ভালোবাসা
চায় মন ছুঁতে তোমায়



Credits
Writer(s): Bhadra Ashok, Dutta Saron
Lyrics powered by www.musixmatch.com

Link