O Chokher Hashi

ও চোখের হাসি দেখে চোখে স্বপ্ন এঁকেছি
মেঘেরই আড়ালে পূর্ণিমা চাঁদকে দেখেছি

রাতজাগা পাখি হয়ে মধুজ্বালা সয়ে সয়ে
ধিকিধিকি জ্বলতে শিখেছি
স্বপ্নকে সাথী করে সহসা মনের জোরে
মরুপথে চলতে শিখেছি

সাত সাগরের ঊর্মিমালা
এই বুকেতে করছে খেলা
আলো-জোছনার রং মেখেছি
নিজেকে নতুন করে আজ চিনেছি

মনতরী টলমল, সবই হলো এলোমেলো
আমি ভালোবাসতে শিখেছি
রাতজাগা পাখি হয়ে মধুজ্বালা সয়ে সয়ে
ধিকিধিকি জ্বলতে শিখেছি

ও চোখের হাসি দেখে চোখে স্বপ্ন এঁকেছি
মেঘেরই আড়ালে পূর্ণিমা চাঁদকে দেখেছি

হয় ক্ষণিকের মান-অভিমান
মন প্রণয়ের চায় প্রতিদান
এত নিরুপায় যদি হয়েছি
মন জানে কোন আশায় রয়েছি

কী করে যে অন্তরে কেউ এসে ঘর করে
কৌশলে আমিও শিখেছি
স্বপ্নকে সাথী করে সহসা মনের জোরে
মরুপথে চলতে শিখেছি

ও চোখের হাসি দেখে চোখে স্বপ্ন এঁকেছি
মেঘেরই আড়ালে পূর্ণিমা চাঁদকে দেখেছি

রাতজাগা পাখি হয়ে মধুজ্বালা সয়ে সয়ে
ধিকিধিকি জ্বলতে শিখেছি
স্বপ্নকে সাথী করে সহসা মনের জোরে
মরুপথে চলতে শিখেছি



Credits
Writer(s): Sumit Acharya, Rizwan Yasin
Lyrics powered by www.musixmatch.com

Link