Asha

বহুদিন মনে ছিল আশা
ধরণীর এক কোণে
রহিব আপন-মনে
ধন নয়, মান নয়, একটুকু বাসা
করেছিনু আশা

গাছটির স্নিগ্ধ ছায়া, নদীটির ধারা
ঘরে-আনা গোধূলিতে সন্ধ্যাটির তারা
চামেলির গন্ধটুকু জানালার ধারে
ভোরের প্রথম আলো জলের ওপারে

তাহারে জড়ায়ে ঘিরে
ভরিয়া তুলিব ধীরে
জীবনের কদিনের কাঁদা আর হাসা
ধন নয়, মান নয়, এইটুকু বাসা
করেছিনু আশা

বহুদিন মনে ছিল আশা
অন্তরের ধ্যানখানি
লভিবে সম্পূর্ণ বাণী
ধন নয়, মান নয়, আপনার ভাষা
করেছিনু আশা

মেঘে মেঘে এঁকে যায় অস্তগামী রবি
কল্পনার শেষ রঙে সমাপ্তির ছবি
আপন স্বপনলোক আলোকে ছায়ায়
রঙে রসে রচি দিব তেমনি মায়ায়

তাহারে জড়ায়ে ঘিরে
ভরিয়া তুলিব ধীরে
জীবনের কদিনের কাঁদা আর হাসা
ধন নয়, মান নয়, ধেয়ানের ভাষা
করেছিনু আশা

বহুদিন মনে ছিল আশা
প্রাণের গভীর ক্ষুধা
পাবে তার শেষ সুধা
ধন নয়, মান নয়, কিছু ভালোবাসা
করেছিনু আশা

হৃদয়ের সুর দিয়ে নামটুকু ডাকা
অকারণে কাছে এসে হাতে হাত রাখা
দূরে গেলে একা বসে মনে মনে ভাবা
কাছে এলে দুই চোখে কথা-ভরা আভা
তাহারে জড়ায়ে ঘিরে
ভরিয়া তুলিব ধীরে
জীবনের কদিনের কাঁদা আর হাসা
ধন নয়, মান নয়, কিছু ভালোবাসা
করেছিনু আশা



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link