Abaar Jani Hobe Dekha

মেলেছো চুল, খুলেছ
ডানা
জানি আঙুল ছোঁয়ানো
মানা
তবু আজি, আমি রাজী
চাপা ঠোঁটে কথা
ফোটে
শোন,
আমাকে রাখো.বুকের
পশমে... তোমার নরমে ...
Jo waada kiya woh
nibhana padhega
Roke zamaana chaahe
roke khudaaii
Tumko aana padhega
চোখ বলে না না জলে
যাব না.
রাত বলে না বিফলে
যাব না.
ছোট গল্পের স্টলে যাব
না.
তুই না এলে.
দেখা যাবে যদি
জানাজানি হয়.
জোনাকীরা ভাল
ঘুমপাড়ানি হয়.
তারারাও নাকি
অভিমানী হয়.
দেখা না পেলে.
জানি দেখা
হবে.ঠোঁটের ভেতরে...
ঘুমের আদরে
ঘাসবালিশেরা পাশ
ফেরানো থাক.
বিছানার নিচে ঘুম
পিয়ানো থাক.
মিছি মিছি কিছু মোম
জ্বালানো থাক.
একা টেবিলে.
কাঁচামিঠে ছোঁয়া দিয়ে
মাপি মন.
ছোট কাগজের ভীড়ে
ছাপি মন.
মনে থাকেনা যে মন
খারাপ-ই মন.
দেখা না দিলে.
জানি দেখা
হবে.রাতের শরীরে...
তোমার গভীরে
মেলেছো চুল, খুলেছ
ডানা
জানি আঙুল ছোঁয়ানো
মানা
তবু আজি, আমি রাজী
চাপা ঠোঁটে কথা ফোটে
শোন,
আমাকে রাখো.বুকের
পশমে... তোমার নরমে



Credits
Writer(s): Utpal
Lyrics powered by www.musixmatch.com

Link