Nepali

ক্ষুদে ক্ষুদে চোখে ভালোবাসা অবিশ্বাস্য নীল
চ্যাপ্টা ঠোঁটের মুচকি হাসি কান্না ভুলিয়ে দেয়
তাই মেঘ করলেই ইচ্ছে করে যাই ছুটে যাই তোমার কাছে
উরন দাজু, তোমার নেপালি পানশালায়

পানটা গৌণ, মুখ্য তোমার গিটার বাজিয়ে গান
নেশার ঘোরে হঠাৎ করে হারানো জন লেনন
মেঘ করলেই ইচ্ছে করে ট্রেনটা ধরে ফেলি
যাই চলে যাই তোমার নেপালি পানশালায়

নেপালি...
একটা পুরোনো গন্ধ বন্ধুত্বের আজীবন
নেপালি...
একটা গিটার হাতে গাইছে আমার পুরাণ

ব্যাঙের ছাতার মতো গজিয়ে যাচ্ছে ইট পাথর
বড়ই ঘিঞ্জি আজকে আমার সবুজ দার্জিলিং
তবু বন্ধুত্বের রং এখনো সবুজ, ঘন সবুজ
সাতটার পর উরন দাজুর পানশালায়

সেই বন্ধুত্বের সবুজ হাতটা পাই না খুঁজে আর
হাত গুটিয়ে হাঁটছে সবাই আমার কোলকাতায়
তাই মেঘ করলেই ইচ্ছে করে ট্রেনটা ধরে ফেলি
যাই চলে যাই তোমার নেপালি পানশালায়

নেপালি...
একটা পুরোনো গন্ধ বন্ধুত্বের আজীবন
নেপালি...
একটা গিটার হাতে গাইছে আমার পুরাণ

এই বুড়ো হাড়ে আর আজকে আমার কিবা সম্বল
দু'টো বন্ধু মিলে গান করে যদি সন্ধ্যেটা কেটে যায়
তাই মেঘ করলেই ইচ্ছে করে যাই ছুটে যাই তোমার কাছে
উরন দাজু, তোমার নেপালি পানশালায়

যদি একলা লাগে তোমার অক্কুরে, এসো একবার
পান না হলেও গানটা পাবে ঠিক বিনা পয়সায়
দার্জিলিং এর শেওলা-ভেজা গলির ভেতর Joey's Pub
আমার নেপালি রূপালি নেপালি পানশালায়

নেপালি...
একটা পুরোনো গন্ধ বন্ধুত্বের আজীবন
নেপালি...
একটা গিটার হাতে গাইছে আমার পুরাণ

নেপালি...

নেপালি...

নেপালি...

নেপালি...
একটা গিটার হাতে গাইছে আমার পুরাণ



Credits
Writer(s): Ajay Singha, Prashant Tamang
Lyrics powered by www.musixmatch.com

Link