Ghano Kalo Raat

ঘন কালো রাত দীর্ঘ যতই হোক
ভোর তো তাকে হতেই হবে
ঘন কালো রাত দীর্ঘ যতই হোক
ভোর তো তাকে হতেই হবে
মনের মানুষ যত দূরে যাক
মনের ডাকে সাড়া দিতেই হবে

ঘন কালো রাত দীর্ঘ যতই হোক
ভোর তো তাকে হতেই হবে

বন্ধুর পথে যদি বন্ধু থাকে
পথের কথা আর কে মনে রাখে?
বন্ধুর পথে যদি বন্ধু থাকে
পথের কথা আর কে মনে রাখে?
অবিরাম আনন্দ যে পথ চলায়
কে বলে অন্ত খুঁজে পেতেই হবে?

ঘন কালো রাত দীর্ঘ যতই হোক
ভোর তো তাকে হতেই হবে

অনুরাগ আকাশে মেঘের মিছিল
দু'চোখে নামলে ধারা ফিরে আসে নীল
অনুরাগ আকাশের মেঘের মিছিল
দু'চোখে নামলে ধারা ফিরে আসে নীল

সূর্য তো সৃষ্টির আলো ভাণ্ডার
তাকেও নিভতে হয় সাঁঝে একবার
সূর্য তো সৃষ্টির আলো ভাণ্ডার
তাকেও নিভতে হয় সাঁঝে একবার
তৃষ্ণার জল খুঁজে তৃষিত যখন
সাগরকে হার মেনে নিতেই হবে

ঘন কালো রাত দীর্ঘ যতই হোক
ভোর তো তাকে হতেই হবে
মনের মানুষ যত দূরে যাক
মনের ডাকে সাড়া দিতেই হবে

ঘন কালো রাত দীর্ঘ যতই হোক
ভোর তো তাকে হতেই হবে



Credits
Writer(s): Jatileswar Mukherjee
Lyrics powered by www.musixmatch.com

Link