Jao He Sukh Pao Jekhane - Original

যাও হে সুখ পাও যেখানে
সেইঠাই আমার দুঃখ
আমি দিতে তো পারি নাই
তুমি রহিলে সুখে, নাথ
পুরিবে সব সাধ
নিরাশা কভু যদি ললাট ঘিরে
তখনই এই বুকে আসিও ফিরে
যাও হে, সুখ পাও

হয়তো ধন দিবে সে সুখ আনি
দিতে যা পারেনি এ হৃদয়খানি
তাহাতে সুখী হও, আমারে ভুলে যাও
নিরাশ হও যদি ধনে কি সুখে
তখনই এই বুকে এসো হে ফিরে

হয়তো দিতে পারে অপরে কেহ
আমার চেয়ে যদি মধুর স্নেহ
মিটিলে সব সাধ, আসিলে অবসাদ
প্রাণের নিরাশায় গভীর দুঃখে
যদি বা প্রাণ চায়, এসো এ বুকে

এ হৃদি যাও চলি চরণে দলি তায়
অথবা তুলে ধরো "আমার" বলি তায়
রবে সে চিরদিন তোমারই পরাধীন
যখনই মনে পড়ে অভাগিনীরে
তখনই এই বুকে আসিও ফিরে
যাও হে, সুখ পাও



Credits
Writer(s): Dwijendra Lal Roy
Lyrics powered by www.musixmatch.com

Link