Anekta Paglami

এতদিন তো অনেক হলো
ভাবের ঘরে চুরি
হাতছানিতে ডাকছে আকাশ
শান্ত বটের ঝুরি

ক্লান্ত হলো মনটা আমার
কঠিন ইমারত
ফিরতে চেয়ে পথ হারালাম
আমার ভাঙা রথ

শান্ত কুটির ঝিম ধরালো
তোমার নরম বুকে
কোমল ছোঁয়া, নরম ছায়া
ঘুম এসে যায় চোখে

বৃথাই হলো ছোটাছুটি
এবার একটু থামি
ডাকছে তোকে দু'হাত মেলে
অনেকটা পাগলামি

ঘুম ঘুম ঘোর অনেক আদর
রূপকথাটি বোনা
রাজকন্যার পায়ের কাছে
যাদুর কাঠি সোনা

সোনা ঘুমোক, পাড়া জুড়োক
মায়ের বুকের কাছে
মায়ের গন্ধে ঘুমিয়ে পড়া
গভীর প্রত্যাশে

এখন ঘুম আসে না, রাত কেটে যায়
শঙ্কিত অশনি
সময়-ডানায় উড়ে চলে যায়
ব্যাঙ্গমা আর ব্যাঙ্গমী

বৃথাই হলো ছোটাছুটি
এবার একটু থামি
ডাকছে তোকে দু'হাত মেলে
অনেকটা পাগলামি

দিব্যি ছিলো বায়না-নালিশ
আবদারের বেলা
হঠাৎ চোখে অভিমানী
লুকিয়ে জল ফেলা

ঘুমকে বলি এসব কথা
এখন কেনো বলিস
ভিজতে চেয়ে কী লাভ হলো
ভিজিয়ে চাদর-বালিশ

এখন সময় ভুলে থাকার
হারাই হদিশ
তেপান্তরের মাঠ ফুরোলো
রূপকথায় ভাগ্যিস

বৃথাই হলো ছোটাছুটি
এবার একটু থামি
ডাকছে তোকে দু'হাত মেলে
অনেকটা পাগলামি



Credits
Writer(s): Rupankar Bagchi
Lyrics powered by www.musixmatch.com

Link