Amar E Bhalobasa - Original

আমার এ ভালবাসা জানিগো তোমার ক্ষণিকের ভালো লাগা ফুল।
ক্ষণিক কবরী মাঝে দিয়েছিলে ঠাঁই, তারপর ভেঙ্গে গেছে ভুল।
ক্ষণিকের ভালোলাগা ফুল।
আমার এ ভালবাসা জানিগো তোমারক্ষণিকের ভালো লাগা ফুল।
তব হিয়া নিলীমার পরেরঙ জেগেছিল, রঙ জেগেছিল থরে থরে,
না শুকাতে দিল দলে
প্রভাত শিশির মুছিল সে বরন আকুল
ক্ষণিকের ভালোলাগা ফুল।
কুঞ্জু ছায়ায় বসি অবসর ক্ষণে
শুনেছিলে যে পাখির গান,
ক্ষণ পরে গেছ ভুলে,
ক্ষণ পরে গেছ ভুলে
শেণির হারারে ভালো লাগা হলে অবসাদ।
মরবেন সে তোমারে জানি,
মরবেন সে তোমারে জানি,
ক্ষণিকের লীলা করে থামি,
ক্ষণিক লীলার স্রোতে দিয়েছ ভাসাইঅকুলে সে হারায়েছে কুল।
ক্ষণিকের ভালো লাগা ফুল।
আমার এ ভালবাসা জানিগো তোমারক্ষণিকের ভালো লাগা ফুল



Credits
Writer(s): Bani Kumar, Pankaj Mullick
Lyrics powered by www.musixmatch.com

Link