Jibon Purer Pathik Re Bhai

জীবন-পুরের পথিক রে ভাই, কোনো দেশেই সাকিন নাই
কোথাও আমার মনের খবর পেলাম না

জীবন-পুরের পথিক রে ভাই, কোনো দেশেই সাকিন নাই
কোথাও আমার মনের খবর পেলাম না
কোথাও আমার মনের খবর পেলাম না

খেয়াল পোকা যখন আমার মাথায় নড়েচড়ে
আমার তাসের ঘরের বসতি হে ওমনি ভেঙ্গে পড়ে রে
খেয়াল পোকা যখন আমার মাথায় নড়েচড়ে
আমার তাসের ঘরের বসতি হে ওমনি ভেঙ্গে পড়ে
তখন তালুক ছেড়ে মুলুক ফেলে হই রে ঘরের বার
বন্ধু রে, তালুক ছেড়ে মুলুক ফেলে হই রে ঘরের বার
আমি কোথাও আমার মনের খবর পেলাম না

জীবন-পুরের পথিক রে ভাই, কোনো দেশেই সাকিন নাই
কোথাও আমার মনের খবর পেলাম না
কোথাও আমার মনের খবর পেলাম না

মন চলে আগে আগে, আমি পরে রই
বন্ধু, মন চলে আগে আগে আমি পরে রই
সোনার পিঞ্জর দিলাম, বাঁধে বাসা কই
পাখি বাঁধে বাসা কই
অকুল গাঙে ভাসলাম আমি কুলের আশা ছাড়ি
বন্ধু রে, অকুল গাঙে ভাসলাম আমি কুলের আশা ছাড়ি
তবু কোথাও আমার মনের খবর পেলাম না

জীবন-পুরের পথিক রে ভাই, কোনো দেশেই সাকিন নাই
কোথাও আমার মনের খবর পেলাম না
কোথাও আমার মনের খবর পেলাম না



Credits
Writer(s): Mukul Dutta, Hemant Kumar Mukherjee
Lyrics powered by www.musixmatch.com

Link