Surer Asor Theke

সুরের আসর থেকে মন নিয়ে এসেছি গো
ফুলের বাসর ঘরে, বন্ধু
সুরের আসর থেকে মন নিয়ে এসেছি গো
ফুলের বাসর ঘরে, বন্ধু

পারো তো ধরো না মোরে
বাঁধো না মালার ডোরে
পারো তো ধরো না মোরে
বাঁধো না মালার ডোরে
বন্ধু, আমি ওগো এসেছি

সুরের আসর থেকে মন নিয়ে এসেছি গো
ফুলের বাসর ঘরে, বন্ধু

গানের আগুনজ্বালা নয়নতারা
দেখে দেখে চোখ আপনহারা
গানের আগুনজ্বালা নয়নতারা
দেখে দেখে চোখ আপনহারা
কার কাছে এলে অবাক নয়ন মেলে
শুধুই কাজল পরে, বন্ধু

(শুধু কাজল পরে?)

পারো তো ধরো না মোরে
বাঁধো না মালার ডোরে
বন্ধু, আমি ওগো এসেছি

সুরের আসর থেকে মন নিয়ে এসেছি গো
ফুলের বাসর ঘরে, বন্ধু

সুরের সাধনা নিয়ে যার দিন যায়
জানিনা আসন তার পাতবে কোথায়
এ মনে মাধবী রাত খেয়ালে গড়া
আকাশে হাজার তারা রঙেতে ভরা
কার কাছে এলে শান্ত প্রদীপ জ্বেলে
আঁচলে আড়াল কোরে, বন্ধু

পারো তো ধরো না মোরে
বাঁধো না মালার ডোরে
বন্ধু, আমি ওগো এসেছি

সুরের আসর থেকে মন নিয়ে এসেছি গো
ফুলের বাসর ঘরে, বন্ধু



Credits
Writer(s): Pulak Banerjee, Rajen Sarkar
Lyrics powered by www.musixmatch.com

Link