Phuler Koli Ghum Jay

ফুলের কলি ঘুম যায়
দুষ্টু অলি ঘুম যায়
মায়ের কোলে
স্বপন দেখে কে রে?
ঘুমের দোলনায়
ফুলের কলি ঘুম যায়
দুষ্টু অলি ঘুম যায়

ঘুমের পরী আয় রে নেমে আয় রে
আকাশ থেকে মেঘেরই পাখায় রে
ঘুম আয়, ঘুম আয়
ঘুম আয়, ঘুম আয়
স্বপন দোলনায়

ফুলের কলি ঘুম যায়
দুষ্টু অলি ঘুম যায়

ঘুম কুয়াশায় রাতের বাসায়
পড়লো ঢলে অশান্ত দিঠি
বনের পাখি, পাখি তো নয়
এ যে দেখি দুষ্টু সোনার তন্দ্রভরা কাজল আঁখি

চাঁদের পরী যায় রে ভেসে, যায় রে
ঘুম সায়রের কন্ঠে কি নাড়ায় রে
ঘুম আয়, ঘুম আয়
ঘুম আয়, ঘুম আয়
মায়ার দোলনায়
স্বপন দোলনায়
ঘুমেরই দোলনায়



Credits
Writer(s): Pronab Roy, Anupam Ghatak
Lyrics powered by www.musixmatch.com

Link