Jagorone Jaye Bibhabori

জাগরণে যায় বিভাবরী-
আঁখি হতে ঘুম নিল হরি
কে নিলো হরি
মরি মরি.।
জাগরণে যায় বিভাবরী

যার লাগি ফিরি একা একা-
আঁখি পিপাসিত, নাহি দেখা,
যার লাগি ফিরি একা একা-
আঁখি পিপাসিত, নাহি দেখা,
তারি বাঁশি ওগো তারি বাঁশি
তারি বাঁশি বাজে হিয়া ভরি
মরি মরি...।
জাগরণে যায় বিভাবরী

বাণী নাহি, তবু কানে কানে
কী যে শুনি-
কী যে শুনি তাহা কেবা জানে।
বাণী নাহি, তবু কানে কানে
কী যে শুনি-
কী যে শুনি তাহা কেবা জানে।
এই হিয়া ভরা বেদনাতে...
বারি-ছলোছলো আঁখি পাতে,
এই হিয়া ভরা বেদনাতে...
বারি-ছলোছলো আঁখি পাতে,
ছায়া দোলে তারি ছায়া দোলে
ছায়া দোলে দিবানিশি ধরি
মরি মরি...।
জাগরণে যায় বিভাবরী-
আঁখি হতে ঘুম নিল হরি
কে নিলো হরি
মরি মরি.।
জাগরণে যায় বিভাবরী...



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link