Abar Aasibo Phire

লোপামুদ্রা মিত্র বাংলা গানের চিত্রটাকে
দেখছি তো বেশ পালটে দিচ্ছেন বিগত ক'বছর ধরে
যে গানই গান সেটাই টান টান
শুনতে সবার লাগছে ভালো
প্রাণটাও সবার যাচ্ছে ভরে
সত্যি সত্যি যাকে নিয়ে প্রায় একটা মুদ্রার মতন লোফালোফি চলছে
বাংলা গানে এই মুহূর্তে সেই অনন্য শিল্পী লোপামুদ্রা মিত্র
এবং তিনি গানের বন্ধু প্রকৃত মিত্র হিসেবেই নিজের পরিচয় রেখেছেন
অনুরোধ করছি লোপামুদ্রা মিত্রকে মঞ্চে আসতে
এখন থেকে বেশ কিছুক্ষণ স্বভূমি ভরে উঠুক লোপামূদ্রার গানে

নমষ্কার, নতুন বছরের শ্রদ্ধা, ভালবাসা, শুভেচ্ছা, অভিনন্দন সকলে গ্রহণ করুন
বছরের প্রথম দিনটিতে এরকম একটি গানের অনুষ্ঠান, বাংলা গানের অনুষ্ঠান
সংবাদ প্রতিদিন এবং আমাদের সারেগামা এইচ এম ভি দুজন মিলে আমাদের কাছে
এনে দিয়েছে আমাদের এটি একটি বিশেষ ভালো লাগার জায়গা
আমরা শুরু করব জীবনানন্দ দাশের রূপসী বাংলার কবিতা "আবার আসিব ফিরে ধানসিড়িটির তীরে" দিয়ে
সুর করেছেন অরিন্দম বন্দোপাধ্যায়

আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে- এই বাংলায়
আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে- এই বাংলায়
আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে- এই বাংলায়

হয়তো মানুষ নয়- হয়তো বা শংখচিল শালিখের বেশে
আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে- এই বাংলায়

হয়তো ভোরের কাক হয়ে
হয়তো ভোরের কাক হয়ে
এই কার্তিকের নবান্নের দেশে
কুয়াশার বুকে ভেসে একদিন আসিব
আসিব এ কাঁঠাল ছায়ায়
আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে- এই বাংলায়

হয়তো বা হাঁস হব, হাঁস হব কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায়
সারাদিন কেটে যাবে কলমীর গন্ধভরা জলে ভেসে ভেসে
আবার আসিব আমি ফিরে
আবার আসিব আমি ফিরে
বাংলার ক্ষেত মাঠ নদী ভালোবেসে
জলাঙ্গীর ঢেউয়ে ভেজা বাংলার এই
এই সবুজ করুণ ডাঙ্গায়
আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে- এই বাংলায়

হয়তো দেখিবে চেয়ে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে
হয়তো দেখিবে
হয়তো শুনিবে এক লক্ষ্মীপেঁচা ডাকিতেছে শিমূলের ডালে
হয়তো শুনিবে
হয়তো খইয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে ঘাসে
রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙ্গা বায়
রাঙ্গা মেঘ সাঁতরায়ে অন্ধকারে
রাঙ্গা মেঘ সাঁতরায়ে অন্ধকারে
দেখিবে ধবল বক আসিতেছে নীড়ে
আমারেই পাবে তুমি ইহাদের ভীড়ে
এ সবুজ করুণ ডাঙ্গায়

আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে- এই বাংলায়
আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে- এই বাংলায়
হয়তো মানুষ নয়- হয়তো বা শংখচিল শালিখের বেশে
আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে- এই বাংলায়
আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে- এই বাংলায়



Credits
Writer(s): Arindam Banerjee, Jibananda Das
Lyrics powered by www.musixmatch.com

Link