Alla Megh De

বেলা দ্বিপ্রহর
ধু ধু বালুচর
ধুপেতে কলিজা ফাটে
তিয়াসে কাতর
(তিয়াসে কাতর)
(তিয়াসে কাতর)
(তিয়াসে কাতর)

আল্লাহ মেঘ দে
আল্লাহ মেঘ দে
আল্লাহ মেঘ দে
আল্লাহ মেঘ দে

আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে রে তুই
আল্লাহ মেঘ দে
আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে রে তুই
আল্লাহ মেঘ দে

আসমান হইল টুডা টুডা, জমিন হইল ফাডা
মেঘরাজা ঘুমাইয়া রইছে, মেঘ দিবো তোর কেডা
আসমান হইল টুডা টুডা, জমিন হইল ফাডা
মেঘরাজা ঘুমাইয়া রইছে, মেঘ দিবো তোর কেডা

আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে রে তুই
আল্লাহ মেঘ দে
আল্লাহ মেঘ দে
আল্লাহ মেঘ দে

হালের গরু বাইন্ধা গিরস্ত মরে কাইন্দা
ঘরের রমনী কান্দে ডাইল খিচুড়ি রাইন্ধা
হালের গরু বাইন্ধা গিরস্ত মরে কাইন্দা
ঘরের রমনী কান্দে ডাইল খিচুড়ি রাইন্ধা

আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে রে তুই
আল্লাহ মেঘ দে
আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে রে তুই
আল্লাহ মেঘ দে

(আল্লাহ মেঘ দে)
(আল্লাহ পানি দে)
(আল্লাহ মেঘ দে)
(আল্লাহ পানি দে)

ফাইটা ফাইটা রইছে যত খালা-বিলা-নদী
পানির লাইগা কাইন্দা ফিরে পঙ্কি জলধি
ফাইটা ফাইটা রইছে যত খালা-বিলা-নদী
পানির লাইগা কাইন্দা ফিরে পঙ্কি জলধি

আল্লাহ মেঘ দে
আল্লাহ মেঘ দে
আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে রে তুই
আল্লাহ মেঘ দে

(হে আল্লাহ)
(হে আল্লাহ)
পানি দে (হে আল্লাহ, হে আল্লাহ)
(হে আল্লাহ)
(হে আল্লাহ)

কপোত-কপোতী কান্দে কূপেতে বসিয়া
শুকনা ফুলের কলি পড়ে ঝরিয়া ঝরিয়া
(পানি দে, পানি দে)
কপোত-কপোতী কান্দে কূপেতে বসিয়া
শুকনা ফুলের কলি পড়ে ঝরিয়া ঝরিয়া
আল্লাহ মেঘ দে
আল্লাহ পানি দে

আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে রে তুই
আল্লাহ মেঘ দে
আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে রে তুই
আল্লাহ মেঘ দে
আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে রে তুই
আল্লাহ মেঘ দে
আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে রে তুই
আল্লাহ মেঘ দে



Credits
Writer(s): Traditional
Lyrics powered by www.musixmatch.com

Link