Chithi Tumi Aaj Kato Durey

বলেছিলে, তাই চিঠি লিখে যাই
কথা আর সুরে সুরে
মন বলে, "তুমি রয়েছ যে কাছে"
আঁখি বলে, "কত দূরে"
তুমি আজ কত দূরে

তুমি আজ কত দূরে
তুমি আজ কত দূরে

আঁখির আড়ালে চলে গেছ তবু
রয়েছ হৃদয় জুড়ে

তুমি আজ কত দূরে

যাবার বেলায় হাত দু'টি ধরে
বলেছিলে, "চিঠি দিয়ো"
বলেছিলে, "তুমি চিঠি দিয়ো মোরে"

দূর থেকে তাই গানের লিপিকা লিখে যাই গো
লিখে যাই সুরে সুরে

তুমি আজ কত দূরে

মনে পড়ে কবে অলখে আসিয়া
সহসা মোর চোখে
রাখিয়া কোমল করপল্লব শুধালে
শুধালে "বলো তো কে?"
আমি কহিলাম আজও কি জানো না
তুমি যে আমার সকল সাধনা

শুধু অনুভবে হৃদয় চেনে গো হৃদয়ের বন্ধুরে
হৃদয়ের বন্ধুরে

তুমি আজ কত দূরে?
তুমি আজ কত দূরে?
তুমি আজ কত দূরে?

যত লিখে যাই তবু না ফুরায়
চিঠি তো হয় না শেষ
স্মৃতির বীণায় আজও বাজে হায়
প্রথম দিনের রেশ

তুমি আজ কতদূরে
তুমি আজ কতদূরে

যে মাধবীতলে দাঁড়ায়ে প্রথম
বলেছিলে ভালোবাসি
আজো সে লতায় ফুল ফোঁটে হায়
তেমনি বাজেগো বাঁশি
তেমনি বাজেগো বাঁশি

আমার ভূবনে সকলি যে আছে
তুমি নাই শুধু তুমি নাই কাছে

মোর গানহারা স্মৃতির পাপিয়া
একা একা মরে ছুঁড়ে
মোর গানহারা স্মৃতির পাপিয়া
একা একা মরে ছুঁড়ে
একা একা মরে ছুঁড়ে

তুমি আজ কতদূরে

সোনার মেয়ে গো
তুমিও কি আজ বসি বাতায়ন পাশে
প্রহর গনিছো ছল ছল চোখে
আমারই চিঠির আশে
সোনার মেয়ে গো

প্রথম প্রেমের এই রীতি হায়
নিজে কাঁদে আর প্রিয়েরে কাঁদায়

দূরে যেতে তাই মন নাহি চায় গো
কাছে কাছে মরে ঘুরে
কাছে কাছে মরে ঘুরে

তুমি আজ কতদূরে
তুমি আজ কতদূরে
তুমি আজ কতদূরে



Credits
Writer(s): Pronab Roy, Subal Dasgupta
Lyrics powered by www.musixmatch.com

Link