Mon Chai

মন চায়, এ মন চায়
মন চায়, এ মন চায়
মন চায়, এ মন চায়

কি জানি মন কারে চায় (মন চায়)
কি ভেবে চোখ দূরে যায় (মন চায়)
সজনী, রজনী কাটে না যে
রিমঝিম এই বরষায় (মন চায়)

কি জানি মন কারে চায় (মন চায়)
কি ভেবে চোখ দূরে যায় (মন চায়)
সজনী, রজনী কাটে না যে
রিমঝিম এ বরষায়

বরষা ঘনালো ঘন, বরষা ঘনালো (ঘন)
(বরষা ঘনালো) ঘনালো রে
(বরষা ঘনালো) ঘনালো রে
(বরষা ঘনালো) ঘনালো রে
(বরষা ঘনালো) তুমি শোনো
দিন, দিন, দিন গোনা হল যে সার
ও, সে যে হারালে, এলে না আর

ও, ঝর ঝর এলো বরষায় (বরষা)
পাই না মনে ভরসা (ভরসা)
তুমি আসবে ভেবে এ দিন যায়
যায় রে

কি জানি মন কারে চায় (মন চায়)
কি ভেবে চোখ দূরে যায় (মন চায়)
সজনী, রজনী কাটে না যে
রিমঝিম এই বরষায়

বরষা ঘনালো ঘন, বরষা ঘনালো (ঘন)
(বরষা ঘনালো) ঘনালো রে
(বরষা ঘনালো) ঘনালো রে
(বরষা ঘনালো) ঘনালো রে
(বরষা ঘনালো)

ও, রিমঝিম এই বরষাতে মন
ও, উতলা সে হলো যে অকারণ
ও, বরষা জল চোখ ভাসায় (ভাসায়)
জাগে মন তবু আশায় (আশায়)
কেন যে ফিরলে না তুমি হায়, হায় রে

কি জানি মন কারে চায় (মন চায়)
কি ভেবে চোখ দূরে যায় (মন চায়)
সজনী, রজনী কাটে না যে
রিমঝিম এই বরষায়

কি জানি মন কারে চায় (মন চায়)
(মন চায়)
(মন চায়)



Credits
Writer(s): Nachiketa Chakraborty
Lyrics powered by www.musixmatch.com

Link