Keu Gaan Gay

কেউ গান গায়, কেউ গান শোনে এটা একটা
কথায় সুরে কাছে আসার চেষ্টা
মাঝখানে আছে লেনদেন, আছে পয়সা
এটা কাছে আসার, ভালবাসার ব্যবসা

কেউ বই লেখে, কেউ বই পড়ে, কেউ পড়ে না
কেউ পড়তে বসলে একটুও নড়েচড়ে না
কেউ পড়াতে পড়াতে নিজেই পড়তে পারে না
আমি চিনি এমন অনেক যারা অ আ ক খ ই কি জানে না

তুমি নাটক সিনেমা বইমেলা চষে যাচ্ছ
তোমার মনের মাথার ক্ষিধেটা মেটাচ্ছ
কেউ খাওয়াচ্ছে আর তুমি প্রাণ ভরে খাচ্ছ
তোমার খেওকির বংশটা বাড়াচ্ছ

কেউ বেশী খায়, কারও ক্ষিধে পায় না
কেউ শস্তার কোন কিছুই ক্ষেতে চায় না
কেউ অনেক খেয়ে করছে খাওয়ার বায়না
আমি চিনি এমন অনেক
যারা সারাদিনে কিছুই খেতে পায় না

আমি গান লিখি, আমি গান গাই এটা রোজগার
কেউ টিকিট কাটে আমার গানের জলসার
কারও গান দামী, কারও গান খুব সস্তার
কেউ বেচতে চায় না কোনদিন গান তার

কেউ আলতা বেচে, কেউ বেচে আয়না
কেউ সহজে কোন কিছুই বেচতে চায় না
কেউ বেচার মত কিছুই খুজে পায় না
আমি চিনি এমন অনেক
যাদের এসব কোন কিছুই এসে যায় না

কেউ গান গায়, কেউ গান শোনে এটা একটা
কথায় সুরে কাছে আসার চেষ্টা
মাঝখানে আছে লেনদেন, আছে পয়সা
এটা কাছে আসার, ভালবাসার ব্যবসা



Credits
Writer(s): Anjan Dutt
Lyrics powered by www.musixmatch.com

Link