Half Chocolate

মনে মনে গান গেয়ে যাচ্ছি, খালি পেট
তুমি অন্য দিনের মত invariably late
আজ আর আমি ছাড়বো না
পকেটে রাখতে পারবো না
তোমার জন্য রেখে দেয়া half chocolate

তুমি ভাবছো নিজেকে কি সংগীতা?
এই চৌরাস্তা ছেড়ে চলে যেতে পারি না?
আজকে তোমার ভাঙবে ভুল
চোখে দেখবে সরষে ফুল
থাকবে মনে চিরকাল এই date
Ha-half chocolate

আমি ভেবে দেখেছি, ভেবে কোনো লাভ নেই আর
কখন কি মর্জি হয় হঠাৎ তোমার
আজ দেয়ালে সৌরভ গাঙ্গুলী
কাল লিওনার্দো ডিক্যাপ্রিও
তার ফাঁকে ফাঁকে আমার chocolate
এভাবে আর ঠকবো না আমি
No, no way

তুমি যতই চিঠি লিখে যাও রিকি মার্টিন-কে
কেউ উত্তর দেবে না তোমায়
থাকতে হবে এই কলকাতায়
তখন চাইলেও পাবে না আমার chocolate
Ha-half chocolate

হাঁটছি খেয়ে ফেলছি chocolate-টা
আমি যাচ্ছি, ছেড়ে যাচ্ছি চৌরাস্তা
এখন মন আমার আর গলবে না
তুমি যতই খোঁজো মিলবে না
আমার মত বন্ধু এ শহরে

তুমি ভাবছো নিজেকে কি সংগীতা?
তোমাকে ছেড়ে থাকতে পারব না?
আজকে তোমার ভাঙবে ভুল
চোখে দেখবে সরষে ফুল
থাকবে মনে চিরকাল এই date
Ha-half chocolate



Credits
Writer(s): Anjan Dutta
Lyrics powered by www.musixmatch.com

Link