More Daki Laye Jao

মোরে ডাকি লয়ে যাও মুক্তদ্বারে
তোমার বিশ্বের সভাতে
মোরে ডাকি লয়ে যাও মুক্তদ্বারে
তোমার বিশ্বের সভাতে
মোরে ডাকি লয়ে যাও
আজি এ মঙ্গলপ্রভাতে
মোরে ডাকি লয়ে যাও

উদয়গিরি হতে উচ্চে কহো মোরে
তিমির লয় হল দীপ্তিসাগরে
উদয়গিরি হতে উচ্চে কহো মোরে
তিমির লয় হল দীপ্তিসাগরে
স্বার্থ হতে জাগো, দৈন্য হতে জাগো
সব জড়তা হতে জাগো, জাগো রে
সতেজ উন্নত শোভাতে

মোরে ডাকি লয়ে যাও মুক্তদ্বারে
তোমার বিশ্বের সভাতে
মোরে ডাকি লয়ে যাও

বাহির করো তব পথের মাঝে
বরণ করো মোরে তোমার কাজে
বাহির করো তব পথের মাঝে
বরণ করো মোরে তোমার কাজে

নিবিড় আবরণ করো বিমোচন
মুক্ত করো সব তুচ্ছ শোচন
নিবিড় আবরণ করো বিমোচন
মুক্ত করো সব তুচ্ছ শোচন
ধৌত করো মম মুগ্ধ লোচন
তোমার উজ্জ্বল শুভ্ররোচন
নবীন নির্মল বিভাতে

মোরে ডাকি লয়ে যাও মুক্তদ্বারে
তোমার বিশ্বের সভাতে
মোরে ডাকি লয়ে যাও



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link