Aha Oi Anka Banka Je Path

আহা ওই আঁকা বাঁকা যে পথ যায় সুদূরে
আহা ওই আঁকা বাঁকা যে পথ যায় সুদূরে
কোন হরিণী করুণ তার তান তুলেছে
এমন দিনে তুমি মোর কাছে নাই হায়
স্মৃতিরা যেন জোনাকির ঝিকিমিকি, ঝিকিমিকি
ওই আঁকা বাঁকা যে পথ যায় সুদূরে
কোন হরিণী করুণ তার তান তুলেছে
এমন দিনে তুমি মোর কাছে নাই হায়
স্মৃতিরা যেন জোনাকির ঝিকিমিকি, ঝিকিমিকি
ওই আঁকা বাঁকা যে পথ যায় সুদূরে

জীবন বৃন্তের থেকে ঝরে
কত না স্বপ্ন গেছে মরে
জীবন বৃন্তের থেকে ঝরে
কত না স্বপ্ন গেছে মরে
তবুও পথ চলা
কবে যে শেষ হবে জানি না

আহা ওই আঁকা বাঁকা যে পথ যায় সুদূরে
কোন হরিণী করুণ তার তান তুলেছে
এমন দিনে তুমি মোর কাছে নাই হায়
স্মৃতিরা যেন জোনাকির ঝিকিমিকি, ঝিকিমিকি
ওই আঁকা বাঁকা যে পথ যায় সুদূরে

আপন নীড়ে ফিরে গেছে পাখি
নীড় হারায়ে আমি পথে থাকি
আপন নীড়ে ফিরে গেছে পাখি
নীড় হারায়ে আমি পথে থাকি
ভাবি এখনও মোরে
আকাশে চেয়ে চেয়ে ভাবো কি

আহা ওই আঁকা বাঁকা যে পথ যায় সুদূরে
কোন হরিণী করুণ তার তান তুলেছে
এমন দিনে তুমি মোর কাছে নাই হায়
স্মৃতিরা যেন জোনাকির ঝিকিমিকি, ঝিকিমিকি
ওই আঁকা বাঁকা যে পথ যায় সুদূরে
আহা ওই আঁকা বাঁকা যে পথ যায় সুদূরে
আহা ওই আঁকা বাঁকা যে পথ যায় সুদূরে



Credits
Writer(s): Salil Choudhury
Lyrics powered by www.musixmatch.com

Link