Dur Rajanir Swapan Lage

দূর রজনীর স্বপন লাগে আজ নূতনের হাসিতে
দূর ফাগুনের বেদন জাগে আজ ফাগুনের বাঁশিতে
হায় রে সে কাল হায় রে, কখন চলে যায় রে, হায় রে
আজ এ কালের মরীচিকায় নতুন মায়ায় ভাসিতে

যে মহাকাল দিন ফুরালে আমার কুসুম ঝরালো
যে মহাকাল দিন ফুরালে আমার কুসুম ঝরালো
সেই তোমারি তরুণ ভালে ফুলের মালা পরালো
শুনিয়ে শেষের কথা সে কাঁদিয়ে ছিল হতাশে
শুনিয়ে শেষের কথা সে কাঁদিয়ে ছিল হতাশে
তোমার মাঝে নতুন সাজে শূন্য আবার ভরালো

আমরা খেলা খেলেছিলেম, আমরাও গান গেয়েছি
আমরাও পাল মেলেছিলেম, আমরা তরী বেয়েছি
আমরা খেলা খেলেছিলেম, আমরাও গান গেয়েছি
আমরাও পাল মেলেছিলেম, আমরা তরী বেয়েছি
হারায় নি তা হারায় নি, বৈতরণী পারায় নি
হারায় নি তা হারায় নি, বৈতরণী পারায় নি
নবীন চোখের চপল আলোয়
সে কাল ফিরে পেয়েছি, ফিরে পেয়েছি

দূর রজনীর স্বপন লাগে আজ নূতনের হাসিতে
দূর ফাগুনের বেদন জাগে আজ ফাগুনের বাঁশিতে



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link