Nirjonraate Nishshobdo Charanpate

নির্জন রাতে নিঃশব্দ চরণপাতে কেন এলে
দুয়ারে মম স্বপ্নের ধন-সম এ যে দেখি
তব কণ্ঠের মালা এ কি গেছ ফেলে
নির্জন রাতে

জাগালে না শিয়রে দীপ জ্বেলে
কেন এলে
এলে ধীরে ধীরে নিদ্রার তীরে তীরে
চামেলির ইঙ্গিত আসে যে বাতাসে
লজ্জিত গন্ধ মেলে কেন এলে

নির্জন রাতে

বিদায়ের যাত্রাকালে পুষ্প-ঝরা বকুলের ডালে
দক্ষিণপবনের প্রাণে রেখে গেলে
বল নি যে কথা কানে কানে
বিরহবারতা অরুণ-আভার আভাসে রাঙায়ে গেলে
কেন এলে

নির্জন রাতে নিঃশব্দ চরণপাতে কেন এলে
নির্জন রাতে



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link