O Chand Tomai Dola Debe Ke

ও চাঁদ, তোমায় দোলা দেবে কে?
ও চাঁদ, তোমায় দোলা...
কে দেবে, কে দেবে তোমায় দোলা?
আপন আলোর স্বপন-মাঝে বিভল ভোলা
ও চাঁদ, তোমায় দোলা দেবে কে?
ও চাঁদ, তোমায় দোলা...

কেবল তোমার চোখের চাওয়ায়
দোলা দিলে হাওয়ায় হাওয়ায় বনে বনে
দোল জাগালো ওই চাহনি তুফানতোলা

ও চাঁদ, তোমায় দোলা দেবে কে?
ও চাঁদ, তোমায় দোলা...

আজ মানসের সরোবরে
কোন মাধুরীর কমলকানন দোলাও তুমি ঢেউয়ের 'পরে
আজ মানসের সরোবরে
তোমার হাসির আভাস লেগে
বিশ্ব দোলন দোলার বেগে উঠল জেগে
তোমার হাসির আভাস লেগে
বিশ্ব দোলন দোলার বেগে উঠল জেগে
আমার গানের কল্লোলিনী কলরোলা

ও চাঁদ, তোমায় দোলা দেবে কে?
ও চাঁদ, তোমায় দোলা...
কে দেবে, কে দেবে তোমায় দোলা?
আপন আলোর স্বপন-মাঝে বিভল ভোলা
ও চাঁদ, তোমায় দোলা দেবে কে?
ও চাঁদ, তোমায় দোলা...



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link